সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

রাজধানীতে কলেজছাত্রীর আত্মহত্যা

 

রাজধানীর উত্তর বাড্ডায় পায়েল আজাদ (১৭) নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আজাদ হোসেন জানান, বারিধারা সাউথ পয়েন্ট কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী ছিল। দুপুরের দিকে রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, সে শান্ত প্রকৃতির ছিল। একা খাকতে পছন্দ করতো। কী কারণে ফাঁসি দিয়েছে আমরা কিছু বলতে পারব না।

তাদের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার উত্তর মির্জা নগর গ্রামে। বর্তমানে উত্তর বাড্ডার চ-৩৭ নং বাসায় পরিবার সঙ্গে থাকতেন। দুই বোনের মধ্যে সে ছোট।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

মাফিয়া’ ওয়েব সিরিজে জুটি বাঁধলেন রাহা তানহা ও মিলন


Add caption

মাফিয়া’ ওয়েব সিরিজে অভিনয় করবেন এ প্রজন্মের চিত্রনায়িকা ও জনপ্রিয় মডেল রাহা তানহা খান। মাফিয়া ওয়েব সিরিজে জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলনের বিপরীতে দেখা যাবে মডেল রাহা তানহা খানকে।

রাহা তানহা বলেন যে, আগামী ২১ সেপ্টেম্বর থেকে কক্সবাজারে ‘মাফিয়া’ওয়েব সিরিজের শুটিং-এ অংশ নেবেন রাহা তানহা খান। সেখানে টানা ১০ দিন শুটিং করবেন তিনি।
করোনাকালের বিরতি শেষে এই ওয়েব সিরিজের মাধ্যমেই শুটিংয়ে ফিরছেন রাহা তানহা খান।

রাহা তানহা খান ওয়েব সিরিজ প্রসঙ্গে বলেন, এই ওয়েব সিরিজের গল্পে আমার চরিত্রটি একজন সিনেমার হিরোইন থাকবো। সুন্দর একটি চরিত্রও গল্পে মিলন ভাই থাকবেন একজন মাফিয়া। ঘটনাচক্রে তার সঙ্গে আমার একসমায় দেখাহবে এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠবে। এই নিয়েই একের পর এক নানা ঘটনা ঘটতে থাকে।

তিনি জানান, আগামী ৪ অক্টোবর থেকে ‘ওস্তাদ’ ছবির শুটিং শুরু হবার কথা রয়েছে। ছবিটির কিছু কাজ বাকি ছিলো। সেগুলো শেষ করা হবে।

এই ওয়েব সিরিজের পরিচালনা করছেন শাহীন সুমন নিজের গল্পে ‘মাফিয়া’ এবং চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

বুধবার, ৫ আগস্ট, ২০২০

বৈরুতে বিস্ফোরণে বাংলাদেশি নিহত বেড়ে ৪, আহত ৯৯

বৈরুতে বিস্ফোরণে বাংলাদেশি নিহত বেড়ে ৪, আহত ৯৯

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে এ পর্যন্ত চার বাংলাদেশি নিহত এবং ৯৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২১ জন বাংলাদেশ নৌবাহিনীর সদস্য।

বুধবার (৫ আগস্ট) রাতে এ তথ্য জানান লেবাননে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আব্দুল্লাহ আল মামুন।

জানা গেছে, নিহত চারজনই প্রবাসী বাংলাদেশি। তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মেহেদী হাসান রনি (২৫) ও মো. রাসেল (২২), মাদারীপুরের মিজানুর রহমান এবং কুমিল্লার রেজাউল।

আবদুল্লাহ আল মামুন জানান, আহতদের মধ্যে বর্তমানে হাসপাতালে আছেন ৮-১০ জনের মতো। বাকিদের বেশিরভাগই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

তিনি বলেন, আহত ২১ জন নৌবাহিনীর সদস্যের মধ্যে ৭ জন হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আবদুল্লাহ আল মামুন আরও জানান, বিস্ফোরণ স্থলের ৪ থেকে ৫ কিলোমিটারের মধ্যে অবস্থিত হলেও বাংলাদেশ দূতাবাসের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে বৈরুতের ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছেন চার হাজারের বেশি। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা থাকায় হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে।

বুধবার স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বৈরুত বিস্ফোরণের ব্যাপারে এ তথ্য দিয়েছেন লেবাননের রেড ক্রসের প্রধান জর্জ কিত্তানেহ।

জাতির পিতার প্রতিকৃতিতে লেজিসলেটিভ সচিবের শ্রদ্ধা

জাতির পিতার প্রতিকৃতিতে লেজিসলেটিভ সচিবের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব (ড্রাফটিং) মো. মইনুল কবির।

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবের দায়িত্ব পাওয়ার পর বুধবার (৫ আগস্ট) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব হাফিজ আহমেদ চৌধুরী, ড. মোহাম্মদ মহিউদ্দীন, কাজী আরিফুজ্জামান, ড. মো. জাকেরুল আবেদীন, মো. রফিকুল হাসান ও মোহাম্মদ জাকির হোসেন ছাড়াও বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শনিবার, ১৮ জুলাই, ২০২০

ডিলিট হওয়া ফোন নাম্বার ফিরে পাবেন যেভাবে

ডিলিট হওয়া ফোন নাম্বার ফিরে পাবেন যেভাবে
প্রয়োজনীয় ফোন নাম্বার সংরক্ষণে গুগল কনট্যাক্ট বেশ জনপ্রিয়। স্মার্টফোনে জিমেইল লগইন করলেই গুগল কনট্যাক্ট থেকে ফোনবুকে চলে আসে সংরক্ষণ করা নাম্বারগুলো।
কোন কারণে গুগল কনট্যাক্ট থেকে যদি ফোন নাম্বার ডিলিট হয়ে যায় তাহলে তা আর ফিরে পাওয়ার উপায় ছিল না এতদিন। এবার সেই উপায় নিয়ে এলো গুগল কনট্যাক্ট।
এই ফিচারের সাহায্যে সহজেই ডিলিট হওয়া কন্ট্যাক্টস রিস্টোর করা যাবে।
গুগল কনট্যাক্টের এই ফিচার অনেকটা রিসাইকেল বিনের মতো। সে জন্য এর নাম দেওয়া হয়েছে ট্রাস। যা গুগল কনট্যাক্টে নতুন ট্যাব হিসেবে যুক্ত হচ্ছে।
যে সব ফোন নাম্বার ডিলিট হয়ে যাবে সেই সব নাম্বার ট্রাসে পাওয়া যাবে। নাম্বারটি অ্যাপ নাকি ওয়েবসাইট থেকে ডিলিট হয়েছিল তাও জানা যাবে এখানে।
ডিলিট হওয়া নাম্বার ৩০ দিনের মধ্যে রিকভার করা যাবে। যেখানে ব্যবহারকারীর কাছে দুটি অপশন থাকবে Delete Forever বা Recover। এর মধ্যে থেকে একটি বেছে নিতে হবে।
গুগল জানিয়েছে, এই ফিচার প্রথমে গুগল কনট্যাক্টের ওয়েবসাইটে পাওয়া যাবে। কিছুদিনের মধ্যে একটি জি-সুইট ব্যবহারকারী এবং ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টে পাওয়া যাবে।

জুলাইয়ের বর্ধিত বেতন অনুসারে শিক্ষকদের বোনাস

জুলাইয়ের বর্ধিত বেতন অনুসারে শিক্ষকদের বোনাস
আগামী ১ আগস্ট ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, এমন প্রত্যাশা থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ উৎসব ভাতা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার (১৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর সূত্রে এ তথ্য জানা যায়। আগামীকাল রোববার (১৯ জুলাই) এই প্রস্তাব পাঠানো হবে বলে জানা গেছে।
অধিদফতর বলছে, যেহেতু শিক্ষকদের জুলাই মাসে মূল বেতনের সঙ্গে ৫ শতাংশ প্রবৃদ্ধি যুক্ত হয়েছে, তাই জুন মাসের বেতন অনুসারে উৎসব ভাতা দেয়া হলে শিক্ষকরা কিছুটা কম টাকা পাবেন। প্রাথমিকভাবে জুলাই মাসকে হিসেবে ধরে অধিদফতরগুলো শিক্ষা মন্ত্রণালয়ে ঈদ উৎসবের টাকা ছাড়ের প্রস্তাব পাঠাবে।
তবে, কোনো কারণে যদি ৩১ জুলাই ঈদ উদযাপন হয় তাহলে শিক্ষকদের জুন মাসের বেতন অনুসারে উৎসব ভাতার টাকার পরিমাণ নির্ধারণ করা হবে। পরবর্তী মাসের এমপিওর সঙ্গে বাড়তি টাকা সমন্বয় করে দেয়া হবে।

এক সপ্তাহ পর উদ্ধার করা হলো অভিনেত্রীর মরদেহ

এক সপ্তাহ পর উদ্ধার করা হলো অভিনেত্রীর মরদেহ
অভিনেত্রী নায়া রিভেরা। হলিউডের জনপ্রিয় মুখ। ‘গ্লি’ সিনেমায় অভিনয়ের জন্যই সবচেয়ে বেশি দর্শকমহলে সমাদৃত হয়েছিলেন। চার বছরের ছেলের সঙ্গে বোটিং করতে গিয়ে হঠাৎ করেই নিখোঁজ হন সেই অভিনেত্রী।
জানা গেছে, গত বুধবার নায়া রিভেরা ও তার চার বছরের ছেলে ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কান্ট্রির লস প্যাডরেস জাতীয় উদ্যানের লেক পুরুতে বোটিং করতে গিয়েছিলেন। দুপুর একটা নাগাদ একটি বোট ভাড়া করেছিলেন তাঁরা। প্রায় তিন ঘণ্টা পরও সেই বোট ফিরে না আসায় সন্দেহ প্রকাশ করেন।
হারিয়ে যাওয়ার প্রায় এক সপ্তাহ পর ক্যালিফোর্নিয়ার একটি লেক থেকে উদ্ধার করা হলো হলিউডডের অভিনেত্রী নয়া রেভারির মরদেহ। গতসপ্তাহে চার বছরের ছেলের সঙ্গে নৌকা নিয়ে ভ্রমণের সময় ডুবে যান তিনি।
পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধারের পর প্রাথমিক তদন্তে কোনও রকম আত্মহত্যার প্রমাণ বা কোনও খুনের প্রমাণও পাওয়া যায়নি। তাই মনে করা হচ্ছে, এটি দুর্ঘটনা হতে পারে।
ডেন্টাল রেকর্ড থেকে ময়নাতদন্ত ও পরিচয় নিশ্চিত করার জন্য মরদেহ দেহ পাঠানো হয়েছে। এছাড়া পুলিশ সূত্রে খবর, ওই লেকে কোনও নিখোঁজ ব্যক্তির খবরও গত কয়েকদিনে পাওয়া যায়নি।
রিভারার বর্তমান বয়স মাত্র ৩৩ বছর। লস অ্যাঞ্জেলেসের উত্তর-পশ্চিমে প্রায় এক ঘন্টা গাড়ি চালানোর পর বিনোদনের জন্য নৌকা ভাড়া নিয়ে ছোট ছেলের সঙ্গে চড়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত মৃত্যু হয় তার।

রাজধানীতে কলেজছাত্রীর আত্মহত্যা

  রাজধানীর উত্তর বাড্ডায় পায়েল আজাদ (১৭) নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে দুর্ঘটনা...