শনিবার, ১৮ জুলাই, ২০২০

ডিলিট হওয়া ফোন নাম্বার ফিরে পাবেন যেভাবে

ডিলিট হওয়া ফোন নাম্বার ফিরে পাবেন যেভাবে
প্রয়োজনীয় ফোন নাম্বার সংরক্ষণে গুগল কনট্যাক্ট বেশ জনপ্রিয়। স্মার্টফোনে জিমেইল লগইন করলেই গুগল কনট্যাক্ট থেকে ফোনবুকে চলে আসে সংরক্ষণ করা নাম্বারগুলো।
কোন কারণে গুগল কনট্যাক্ট থেকে যদি ফোন নাম্বার ডিলিট হয়ে যায় তাহলে তা আর ফিরে পাওয়ার উপায় ছিল না এতদিন। এবার সেই উপায় নিয়ে এলো গুগল কনট্যাক্ট।
এই ফিচারের সাহায্যে সহজেই ডিলিট হওয়া কন্ট্যাক্টস রিস্টোর করা যাবে।
গুগল কনট্যাক্টের এই ফিচার অনেকটা রিসাইকেল বিনের মতো। সে জন্য এর নাম দেওয়া হয়েছে ট্রাস। যা গুগল কনট্যাক্টে নতুন ট্যাব হিসেবে যুক্ত হচ্ছে।
যে সব ফোন নাম্বার ডিলিট হয়ে যাবে সেই সব নাম্বার ট্রাসে পাওয়া যাবে। নাম্বারটি অ্যাপ নাকি ওয়েবসাইট থেকে ডিলিট হয়েছিল তাও জানা যাবে এখানে।
ডিলিট হওয়া নাম্বার ৩০ দিনের মধ্যে রিকভার করা যাবে। যেখানে ব্যবহারকারীর কাছে দুটি অপশন থাকবে Delete Forever বা Recover। এর মধ্যে থেকে একটি বেছে নিতে হবে।
গুগল জানিয়েছে, এই ফিচার প্রথমে গুগল কনট্যাক্টের ওয়েবসাইটে পাওয়া যাবে। কিছুদিনের মধ্যে একটি জি-সুইট ব্যবহারকারী এবং ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টে পাওয়া যাবে।

জুলাইয়ের বর্ধিত বেতন অনুসারে শিক্ষকদের বোনাস

জুলাইয়ের বর্ধিত বেতন অনুসারে শিক্ষকদের বোনাস
আগামী ১ আগস্ট ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, এমন প্রত্যাশা থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ উৎসব ভাতা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার (১৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর সূত্রে এ তথ্য জানা যায়। আগামীকাল রোববার (১৯ জুলাই) এই প্রস্তাব পাঠানো হবে বলে জানা গেছে।
অধিদফতর বলছে, যেহেতু শিক্ষকদের জুলাই মাসে মূল বেতনের সঙ্গে ৫ শতাংশ প্রবৃদ্ধি যুক্ত হয়েছে, তাই জুন মাসের বেতন অনুসারে উৎসব ভাতা দেয়া হলে শিক্ষকরা কিছুটা কম টাকা পাবেন। প্রাথমিকভাবে জুলাই মাসকে হিসেবে ধরে অধিদফতরগুলো শিক্ষা মন্ত্রণালয়ে ঈদ উৎসবের টাকা ছাড়ের প্রস্তাব পাঠাবে।
তবে, কোনো কারণে যদি ৩১ জুলাই ঈদ উদযাপন হয় তাহলে শিক্ষকদের জুন মাসের বেতন অনুসারে উৎসব ভাতার টাকার পরিমাণ নির্ধারণ করা হবে। পরবর্তী মাসের এমপিওর সঙ্গে বাড়তি টাকা সমন্বয় করে দেয়া হবে।

এক সপ্তাহ পর উদ্ধার করা হলো অভিনেত্রীর মরদেহ

এক সপ্তাহ পর উদ্ধার করা হলো অভিনেত্রীর মরদেহ
অভিনেত্রী নায়া রিভেরা। হলিউডের জনপ্রিয় মুখ। ‘গ্লি’ সিনেমায় অভিনয়ের জন্যই সবচেয়ে বেশি দর্শকমহলে সমাদৃত হয়েছিলেন। চার বছরের ছেলের সঙ্গে বোটিং করতে গিয়ে হঠাৎ করেই নিখোঁজ হন সেই অভিনেত্রী।
জানা গেছে, গত বুধবার নায়া রিভেরা ও তার চার বছরের ছেলে ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কান্ট্রির লস প্যাডরেস জাতীয় উদ্যানের লেক পুরুতে বোটিং করতে গিয়েছিলেন। দুপুর একটা নাগাদ একটি বোট ভাড়া করেছিলেন তাঁরা। প্রায় তিন ঘণ্টা পরও সেই বোট ফিরে না আসায় সন্দেহ প্রকাশ করেন।
হারিয়ে যাওয়ার প্রায় এক সপ্তাহ পর ক্যালিফোর্নিয়ার একটি লেক থেকে উদ্ধার করা হলো হলিউডডের অভিনেত্রী নয়া রেভারির মরদেহ। গতসপ্তাহে চার বছরের ছেলের সঙ্গে নৌকা নিয়ে ভ্রমণের সময় ডুবে যান তিনি।
পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধারের পর প্রাথমিক তদন্তে কোনও রকম আত্মহত্যার প্রমাণ বা কোনও খুনের প্রমাণও পাওয়া যায়নি। তাই মনে করা হচ্ছে, এটি দুর্ঘটনা হতে পারে।
ডেন্টাল রেকর্ড থেকে ময়নাতদন্ত ও পরিচয় নিশ্চিত করার জন্য মরদেহ দেহ পাঠানো হয়েছে। এছাড়া পুলিশ সূত্রে খবর, ওই লেকে কোনও নিখোঁজ ব্যক্তির খবরও গত কয়েকদিনে পাওয়া যায়নি।
রিভারার বর্তমান বয়স মাত্র ৩৩ বছর। লস অ্যাঞ্জেলেসের উত্তর-পশ্চিমে প্রায় এক ঘন্টা গাড়ি চালানোর পর বিনোদনের জন্য নৌকা ভাড়া নিয়ে ছোট ছেলের সঙ্গে চড়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত মৃত্যু হয় তার।

যুক্তরাষ্ট্রে একদিনেই আক্রান্ত ৭৭ হাজারের বেশি

যুক্তরাষ্ট্রে একদিনেই আক্রান্ত ৭৭ হাজারের বেশিযুক্তরাষ্ট্রে ভয়াবহ বিপর্যয় তৈরি করেছে প্রাণঘাতী করোনাভাইরাস। দেশটিতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৭ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, একদিনেই নতুন করে আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ৬৩৮। অপরদিকে ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ৯২৭ জন। ফলে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ লাখ ৩৯ হাজার ১২৮ জন।
এদিকে, ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ৭০ হাজার ১২। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৪২ হাজার ৬৪ জন।
ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১৭ লাখ ৪১ হাজার ২৩৩ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ১৮ লাখ ৮৬ হাজার ৭১৫। অপরদিকে ১৬ হাজার ৬৬০ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ধারে-কাছে নেই কোনো দেশ। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।
এদিকে, আমেরিকায় মাস্ক বাধ্যতামূলকের সিদ্ধান্তে নিজের অবস্থানের কথা স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন যে, দেশজুড়ে সবাইকে মাস্ক পরার নির্দেশ দেবেন না তিনি। করোনাভাইরাসের বিস্তাররোধে বিশেষজ্ঞরা বার বার মাস্ক ব্যবহারের প্রতি জোর দিলেও এ বিষয়টিকে পাত্তাই দিচ্ছেন না ট্রাম্প।

সাবেক মন্ত্রী আবুল কাশেম মারা গেছেন

সাবেক মন্ত্রী আবুল কাশেম মারা গেছেন
মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার ও সাবেক যুব মন্ত্রী আবুল কাশেম (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সাবেক এই মন্ত্রী আজ শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে বনানীর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন। মৃত্যুকালে তিনি এক পুত্র ও তিন কন্যা সন্তান রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাযা আজ শনিবার বাদ আসর কুমিল্লা সদর উপজেলার পালপাড়া গ্রামে তার বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত আছিয়া-গণি গার্লস স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে কুমিল্লা সদর উপজেলার পালপারায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

এমপিওভুক্ত-জাতীয়করণ হবে বিজেএমসির শিক্ষাপ্রতিষ্ঠান

ক্রমাগত লোকসানের কারণে স্থায়ী শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে অবসরে পাঠিয়ে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) পাটকলগুলো বন্ধ করে দেয়া হচ্ছে। কিন্তু পাটকলগুলোর অধীনে থাকা বিজেএমসির মাধ্যমিক বিদ্যালয়গুলো এমপিওভুক্ত ও প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করা হবে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বিজেএমসি থেকে এ তথ্য জানা গেছে।
প্রাথমিক ও মাধ্যমিক স্তর মিলিয়ে বিজেএমসির ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের সংখ্যা ১৩২ জন বলে বিজেএমসির একজন কর্মকর্তা জানিয়েছেন।
২৫টি সরকারি পাটকলের ২৪ হাজার ৮৮৬ জন শ্রমিককে  পরবর্তী সময়ে সরকারি বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে আধুনিকায়ন করে মিলগুলো ফের চালু করা হবে বলে বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
পাটকলগুলোর অধীনে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কী হবে- জানতে চাইলে বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়া জাগো নিউজকে বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কাছে চিঠি দেয়া হয়েছে। প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সরকারিকরণ হবে। অপরদিকে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চলে যাবে। শিক্ষকরাও এই দুটি মন্ত্রণালয়ের অধীনে চলে যাবে।’
বিজেএমসি চেয়ারম্যান মো. আব্দুর রউফ জাগো নিউজকে বলেন, ‘আমরা যেভাবে স্কুলগুলো চালিয়েছি সেভাবে তো পরে আর চালানো যাবে না। তাই মাধ্যমিক স্কুলগুলো এমপিওভুক্ত ও প্রাইমারি স্কুলগুলো জাতীয়করণ করা ছাড়া তো কোনো বিকল্প নেই।’

হলিউডের কিংবদন্তি কমেডিয়ান কার্ল রেইনার আর নেই

হলিউডের কিংবদন্তি কমেডিয়ান কার্ল রেইনার আর নেই
হলিউডের কিংবদন্তি কমেডি অভিনেতা,পরিচালক,প্রযোজক এবং লেখক কার্ল রেইনার মারা গেছেন। সোমবার রাতে লস অ্যাঞ্জেলসের অভিজাত এলাকা বেভারলি হিলসের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে রেইনারের বয়স হয়েছিল ৯৮ বছর।
জনপ্রিয় এ অভিনেতার সহকারী জুডি নাগি জানিয়েছেন, কার্ল রেইনার বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।
কার্লের ছেলে হলিউডের চলচ্চিত্র পরিচালক রব রেইনার এক টুইট বার্তায় বলেছেন, তার বাবা পথপ্রদর্শক ছিলেন। বাবার মৃত্যুতে তার হৃদয় ভেঙে গেছে।
jagonews24কার্ল রেইনারের স্ত্রী এস্টেল ২০০৮ সালে ৬৪ বছর বয়সে মারা যান।

উল্লেখ্য, প্রখ্যাত কমেডিয়ান কার্ল রেইনার হলিউডের জনপ্রিয় ‘দ্য ডিক ভ্যান ডাইক শো’ এবং ‘দ্য ২০০০ ইয়ার্স ওল্ডম্যান’-এর নির্মাতা ছিলেন। অভিনয় ও চিত্রপরিচালনার পাশাপাশি তিনি অংসখ্য বইও লিখেছেন। কার্ল রেইনার অ্যামি অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন। তার মৃত্যুতে হলিউডসহ সারাবিশ্বের চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় অভিনেতার মৃত্যুতে মাসাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন অসংখ্য ভক্ত-শুভাকাঙ্ক্ষী।

রাজধানীতে কলেজছাত্রীর আত্মহত্যা

  রাজধানীর উত্তর বাড্ডায় পায়েল আজাদ (১৭) নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে দুর্ঘটনা...