রবিবার, ৩১ মে, ২০২০

কুমিল্লায় পাসের হার কমেছে, জিপিএ-৫ বেড়েছে

কুমিল্লা জিলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে সাদমান সাবাব। আজ ফল ঘোষণার পর মা–বাবা ও ছোট ভাইকে নিয়ে আনন্দ করছে সে। নগরের বজ্রপুরের বাসায়। ছবি: এম সাদেক

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার কমেছে, কিন্তু জিপিএ-৫ বেড়েছে। শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। পাসের হার শূন্য—এমন শিক্ষাপ্রতিষ্ঠান নেই।
আজ রোববার দুপুর ১২টায় পরীক্ষা নিয়ন্ত্রক মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ফল জানানো হয়। এতে দেখা যায়, গতবারের চেয়ে এ বছর বোর্ডের গড় পাসের হার প্রায় ২ শতাংশ কমেছে।
এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, গণিতে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় বোর্ডের পাসের হার ১ দশমিক ৯৪ শতাংশ কমে গেছে।
এ বছরের পাসের হার ৮৫ দশমিক ২২। গত বছর বোর্ডে পাসের হার ছিল ৮৭ দশমিক ১৬ শতাংশ। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৮ হাজার ৭৬৪ জন। এবার ১ হাজার ৪৮১টি জিপিএ-৫ বেড়েছে।
করোনা পরিস্থিতির কারণে এবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছিল না চিরচেনা দৃশ্য। সরকারি নির্দেশনার কারণে বিদ্যালয় খোলেনি। তাই কোনো আনন্দ চোখে পড়েনি।
বোর্ডের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিভুক্ত ছয় জেলার ১ হাজার ৭৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার এসএসসি পরীক্ষায় ১ লাখ ৫৯ হাজার ৭০ জন অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৫৬০ জন। অকৃতকার্য হয়েছে ২৩ হাজার ৫১০ জন। ছেলেদের পাসের হার ৮৬ দশমিক ৩১ ও মেয়েদের ৮৪ দশমিক ৪১। ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার ১ দশমিক ৯০ শতাংশ কম। বিজ্ঞানে গড় পাসের হার ৯৬ দশমিক ৭৬, মানবিকে ৭৬ দশমিক ৩৩ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৮৪ দশমিক ৮৩। এবার ৬৭ হাজার ৮৮৯ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে ৫৮ হাজার ৫৯৬ জন পাস করেছে।
এ বছর জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৪৫ জন। এর মধ্যে ছেলে ৪ হাজার ৯১৫ জন, মেয়ে ৫ হাজার ৩৩০ জন। ছেলেদের চেয়ে মেয়েরা ৪১৫ জন বেশি জিপিএ-৫ পেয়েছে। বিজ্ঞানে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৭০৪ জন। এর মধ্যে ছেলে ৪ হাজার ৭৮৯ জন ও মেয়ে ৪ হাজার ৯১৫। মানবিকে ১৬১ জন জিপিএ-৫ পেয়েছে। এতে ছেলে ১৪ জন ও মেয়ে ১৪৭। ব্যবসায় শিক্ষায় শাখায় ৩৮০ জনের মধ্যে মেয়ে ২৬৮ জন ও ছেলে ১১২ জন জিপিএ-৫ পেয়েছে। এ বছর ৯১ হাজার ১৮১ জন মেয়ের মধ্যে ৭৬ হাজার ৯৬৪ জন পাস করেছে। ব্যবসায় শিক্ষা ও মানবিকে ছেলেদের চেয়ে মেয়েদের পাসের হার বেশি। বিজ্ঞানে ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার মাত্র দশমিক ৩২ শতাংশ কম।
মেয়েদের জিপিএ-৫ বেশি প্রাপ্তি বিষয়ে কুমিল্লার বিশিষ্ট শিক্ষাবিদ ও বেগম রোকেয়া পদকপ্রাপ্ত জোহরা আনিস বলেন, মেয়েরা পুরো সিলেবাস বারবার পড়েছে। ছেলেদের তুলনায় পড়ার টেবিলে বেশি সময় দিয়েছে। এ কারনে কোয়ালিটি ফল করেছে তারা।

বিকাশে উপবৃত্তি পেল ১২ লাখ শিক্ষার্থী

বিকাশে উপবৃত্তি পেল ১২ লাখ শিক্ষার্থী

প্রথমবারের মত কম সময়ে সরাসরি সরকারী তহবিল থেকে মাধ্যমিক স্তরের ১২ লাখ ৬০ হাজার শিক্ষার্থীর উপবৃত্তি পৌঁছে গেল বিকাশে।
গত ২০ মে শিক্ষামন্ত্রী দীপু মনি জি-টু-পি (গর্ভমেন্ট টু পারসন) পদ্ধতিতে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) প্রকল্পের আওতায় ২০১৯ সালের জুলাই থেকে ডিসেম্বর এর উপবৃত্তি কার্যক্রম উদ্বোধন করেন।
নতুন এই পদ্ধতিতে আরো কম সময়ে, আরো সাশ্রয়ে সারাদেশের শিক্ষার্থীদের কাছে উপবৃত্তির অর্থ ঈদের আগেই পৌঁছে দেয় বিকাশ। উপবৃত্তি বিতরণ কার্যক্রমের ব্যাংকিং অংশীদার অগ্রণী ব্যাংক।
স্কুল শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমাতে মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি প্রকল্পটি শিক্ষা মন্ত্রণালয় পরিচালিত সবচেয়ে বড় উপবৃত্তি প্রকল্প।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, করোনার এই ক্রান্তিকালীন সময়ে সকলের মত দেশের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা সংকটে আছেন। এই সময়ে উপবৃত্তির এই টাকা তাদের শিক্ষা উন্নয়নে সুখবর বয়ে নিয়ে আসবে। সরকারের ডিজিটাল বাংলাদেশ কর্মসূচী ও শিক্ষার উন্নয়ন কর্মসূচী জিটুপি পদ্ধতির কল্যাণে আরো একধাপ এগিয়ে গেল।
কিছুদিনের মধ্যেই আরো দুটি প্রকল্পের আওতায় মাধ্যমিক স্তরের ১০ লাখের বেশি শিক্ষার্থীর উপবৃত্তি জিটুপি পদ্ধতিতেই বিতরণ করা হবে।

করোনার সময়ে প্রিয়জনকে হারালেন তাপসী

করোনার সময়ে প্রিয়জনকে হারালেন তাপসী

করোনা পরিস্থিতির মধ্যেই নিজের প্রিয়জনকে হারালেন অভিনেত্রী তাপসী পান্নু। তার আদরের ‘বিজি’ অর্থাৎ ঠাকুরমা মারা গেছেন শনিবার। নিজের ইনস্টাগ্রামে সেই খবর শেয়ার করেন এই অ‌ভি‌নেত্রী।।
তাপসী লেখেন, ওই প্রজন্মের শেষ মানুষ ছিলে তুমি। তোমার মৃত়্যুতে যে ফাঁকা জায়গা তৈরি হল তা কোনওদিন পূরণ হবার নয়। বিজি, ভালবাসি তোমাকে।
তাপসী পাঞ্জাবি হওয়ায় তাদের রীতি অনুযায়ী ঠাকুরমার পারলৌকিক কাজকর্ম সম্পন্ন হয়। সেই ছবিও শেয়ার করেছেন এ অভিনেত্রী। তবে তার ঠাকুরমা কীভাবে মারা গেলেন, আর কবেই সে ব্যাপারে এখনও বিস্তারিত জানাননি অভিনেত্রী।
তবে শোনা যাচ্ছে, বার্ধক্যজনিত অসুখেই মারা গিয়েছেন তাপসীর ঠাকুমা। তাপসীর সঙ্গে ঠাকুমার সম্পর্ক ছিল বেশ মধুর। বিভিন্ন সাক্ষাৎকারে বারেবারেই তাঁর প্রসঙ্গ এনেছেন তাপসী, শেয়ার করেছেন ছোটবেলার স্মৃতি। তার প্রয়াণে ভেঙে পড়েছেন অভিনেত্রী।
যেহেতু তাপসী এই মুহূর্তে বোনের সঙ্গে মুম্বইয়ে রয়েছেন তাই বিভিন্ন সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ‘বিজি’-র সঙ্গে শেষবারের মতো দেখা হয়নি অভিনেত্রীর। কারণ, তার পরিবার বর্তমানে পাঞ্জাবে রয়েছেন।

মঈন খানকে আউট করার সঙ্গে সঙ্গে মনে হয় আমরাই জিতবো’

‘মঈন খানকে আউট করার সঙ্গে সঙ্গে মনে হয় আমরাই জিতবো’

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়ের নায়ক মিনহাজুল আবেদিন নান্নু। ১৯৯৯ সালের ২৪ মে এডিনবার্গে স্বাগতিক স্কটল্যান্ডের সাথে দল যখন চরম বিপদে, ঠিক তখন ব্যাট হাতে ত্রাণকর্তার ভূমিকায় হাজির হয়েছিলেন মিনহাজুল আবেদিন নান্নু।
২৬ রানে ইনিংসের প্রথম অর্ধেক শেষ। পাঁচ অতি নির্ভরযোগ্য ব্যাটসম্যান খালেদ মাসুদ (০), মেহরাব হোসেন অপি (৩), ফারুক আহমেদ (৭), আমিনুল ইসলাম বুলবুল (০) ও আকরাম খান (০) সাজঘরে। ব্যাটসম্যান তকমাধারিদের মধ্যে ছিলেন শুধু নান্নু আর নাইমুর রহমান দুর্জয়। তারা দুজনই চরম বিপদে দাঁতে দাঁত কামড়ে লড়াই করেন।

দারুণ এক জুটি গড়ে দুর্জয় ৩৬ রানে ফিরলেও নান্নু শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬৮ রানে। ২৬ রানে ৫ উইকেট খোয়ানো বাংলাদেশ কঠিন চাপের মধ্যে থেকেও শেষ পর্যন্ত পায় ১৮৫ রানের পুুঁজি। আর সেটাই জয়ের জন্য যথেষ্ট বলে প্রমাণ করেন বোলাররা।
সে কারণেই স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ের রূপকার ও নায়ক বনে যান নান্নু। একইভাবে ২১ বছর আগে আজকের দিনে পাকিস্তানের সাথে ৬২ রানের ঐতিহাসিক জয়ের স্বার্থক রূপকার ও নায়ক খালেদ মাহমুদ সুজন। ৩৪ বলে ২৭ রানের ছোট্ট অথচ কার্যকর ইনিংস খেলার পর বল হাতে ৩ উইকেট নিয়ে তিনিই পাকিস্তানিদের ঠেলে দেন পরাজয়ের দিকে। ম্যাচসেরার পুরস্কারও ওঠে তারই হাতে।
আজ (রোববার) ২১ বছর পর জাগো নিউজের সাথে সে ম্যাচের স্মৃতিচারণ করতে গিয়ে অনেক কথার ভিড়ে শুরুতেই একটি কথা বলেছেন সুজন, ‘আসলে আমি ক্যারিয়ারে কখনোই নিজের পারফরম্যান্সকে খুব বড় করে দেখিনি। ৩১ মে নর্দাম্পটনে পাকিস্তানের সাথে ম্যাচটিও তার বাইরে না। হ্যাঁ, খুব ভালো মনে আছে আমি ৩৪ বলে ২৭ রানের একটি ছোট্ট ইনিংস খেলেছিলাম। যেটা দলকে ২২০ ‘র ঘরে নিয়ে যেতে সহায়তা করেছিল। তারপর বল হাতে সুইং পাচ্ছিলাম একটু আধটু। আমার ছোট ছোট সুইং খেলতে পাকিস্তানিদের সত্যিই সমস্যা হচ্ছিল। তারপরও বলব ঐ জয়ের কৃতিত্ব আমার একার না। একার নৈপুণ্যে পাকিস্তানের ঐ দলকে হারানো ছিল অসম্ভব। আমাদের পুরো দল খুব ভালো খেলেছিল বলেই আমরা জিতেছিলাম।’
খেলার দিনের বর্ণনা করতে গিয়ে সুজন বলেন, ‘সেই ম্যাচের আগের দিন ও রাতে ঘটে যায় অনেক ঘটনা। সেটাই ছিল ওই বিশ্বকাপে আমাদের শেষ খেলা। তখনো জানতাম না, আবার কবে বিশ্বকাপ খেলতে পারবো কিনা। জয়-পরাজয়ের চিন্তায় না গিয়ে যারা কোন ম্যাচ খেলেনি, তাদের সুযোগ করে দিতেই শফিউদ্দীন বাবু আর নিয়ামুর রশিদ রাহুলকে খেলানো হয়েছিল।’

২০ লাখ পরীক্ষার্থীর মধ্যে প্রায় ১৭ লাখ পাস

২০ লাখ পরীক্ষার্থীর মধ্যে প্রায় ১৭ লাখ পাস



এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪০ হাজার ২৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন পাস করেছে।
রবিবার বেলা ১১টার পর শিক্ষামন্ত্রী দীপু মনি ফেসবুক লাইভে রাজধানীর সেগুনবাগিচা থেকে পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
তিনি জানান, সারাদেশে গড় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৫ হাজার ৮৯৮ জন।
মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৫১ শতাংশ। কারিগরি বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় পাসের হার ৭২ দশমিক ৭০ শতাংশ।
আরো পড়ুন: এসএসসি ও সমমান পরীক্ষার ফল যেভাবে জানবেন
গতবছর এসএসসি ও সমমান পরীক্ষায় ৮২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৫ হাজার ৫৯৪ জন।
এবারও পাসের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা। তাদের মধ্যে ৮৪ দশমিক ১০ শতাংশ পাস করেছে। আর ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ৬৩ শতাংশ।
রবিবার সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষার ফলের অনুলিপি তুলে দেওয়া হয়।
সে সময় তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তায় ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।
বোল্ড চিকন ইটালিক

সুত্রঃ ইত্তেফাক্ব


রবিবার, ২৪ মে, ২০২০

মুক্তি পাচ্ছে না মুন্না ভাই থ্রি?


বলিউডের অন্যতম ব্লকবাস্টার মুভি সিক্যুয়াল মুন্না ভাই থ্রি আসার কথা ছিল এবছরই। তবে বর্তমান পরিস্থিতি কারণে লাখো ভক্তের কাঙ্খিত এই সিনেমা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।  কয়েকবছর বছর ধরে অধীর আগ্রহে মুন্না ভাই সিক্যুয়াল থ্রির জন্য অপেক্ষা করছিলেন ভক্তরা।
মুন্না ভাই সিনেমার একটি দৃশ্য

মুক্তি পাচ্ছে না মুন্না ভাই থ্রি?

মুন্না ভাই ফ্র্যাঞ্চাইজির অন্যতম অভিনেতা আরশাদ ওয়ারসি বলছেন, আমি জানি দর্শক সিনেমার আরেকটি কিস্তি দেখতে আগ্রহি। সিনেমায় আমার চরিত্র ছিল অদ্ভূত এবং আকর্ষণীয়। আমরা সবাই একসাথে কাজ করতে চাই তবুও এই সিনেমার কাজ দ্রুত শেষ হবে বলে মনে হয় না।
মুন্না ভাই সিরিজে পর্দায় মুন্না ভাইয়ের চরিত্রে অভিনয় করেন সঞ্জয় দত্ত। তার সহকারী সার্কিট চরিত্রে আরশাদ ওয়ারসিকে দেখা গেছে। আগের দুই পর্বের মতো ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম এই অভিনেতা নতুন পর্বেও থাকার কথা জানিয়েছিলেন।
সঞ্জয় দত্ত অভিনীত ছবি মুন্না ভাই এমবিবিএস মুক্তি পেয়েছিলো ২০০৩ সালে। এরপরে ছবিটিরি দ্বিতীয় কিস্তি মুক্তি পেলেও বহুদিন পর্দার ডাক্তার সঞ্জয়কে আর দেখা যায়নি।

করোনায় আরো ২৮ মৃত্যু, শনাক্ত ১৫৩২


করোনায় আরো ২৮ মৃত্যু, শনাক্ত ১৫৩২
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন এক হাজার ৫৩২ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৮০ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ৩৩ হাজার ৬১০ জন।
আজ রবিবার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৮০ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ছয় হাজার ৯০১ জন।
জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ১৮৪টি। পূর্বের নমুনাসহ এই সময়ে দেশের ৪৭টি ল্যাবে মোট পরীক্ষা করা হয়েছে আট হাজার ৯০৮টি। এর মধ্যে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে এক হাজার ৫৩২ জনকে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৩ হাজার ৬১০ জন। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে দুই লাখ ৪৩ হাজার ৫৮৩টি।
আইসোলেশন প্রসঙ্গে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে আরো ২৫৩ জনকে। একইসময় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৯৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন চার হাজার ৪৪৬ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন দুই হাজার ১৬৩  জন। 
বুলেটিনে জানানো হয়, ঢাকাসহ সারা দেশে মোট আইসোলেশন সংখ্যা ১৩ হাজার ২৮৪টি। এ ছাড়া ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০০টি ও ময়মনসিংহ নার্সিং ডরমিটরিতে আরো ২০০টি আইসোলেশন শয্যা প্রস্তুতির কাজ চলছে। বর্তমানে ঢাকা মহানগরীতে সাত হাজার ২৫০টি এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে আইসোলেশন শয্যার সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৩৪টিতে।

শনিবার, ২৩ মে, ২০২০

বিতর্কের জবাব দিলেন নেহা কক্কর

বিতর্কের জবাব দিলেন নেহা কক্কর

বলিউড গায়িকা নেহা কক্কর। রিমিক্স গানের জন্য তার জনপ্রিয়তার তুলনা নেই। আর এই জনপ্রিয়তাকে হিংসাও করেন অনেকে। এবার এ নিয়েই মন্তব্য করলেন নেহা কক্কর।

তিনি বলেন, ‘যদি পুরনো কোনো গানের রিমিক্স করা হয় তাহলে তা আমি গাইতেই পারি। কিন্তু অনেকেই নতুন ধারার গান শুনে বলবেন, একদম নষ্ট করে দেওয়া হয়েছে সেই গানকে। যারা ওই ধরনের মন্তব্য করেন, পরে দেখা যায় তারাই রিমিক্স শুনে নাচতে শুরু করেন।’ শুধু তাই নয়, তিনি আরও বলেন, ‘যারা আমাকে হিংসে করেন তাদের সংখ্যা কম। ভালোবাসার মানুষের সংখ্যা অনেক বেশি।’
তবে বলিউডের এই জনপ্রিয় গায়িকার তির্যক মন্তব্যের নিশানায় কে বা কারা রয়েছেন, সে বিষয়ে তিনি নাম উহ্য রেখেছেন।

প্রসঙ্গত এর আগে নেহার প্রাক্তন বন্ধু হিমাংশ কোহলির সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে কম গুঞ্জন হয়নি। এমনকি তার নাম ব্যবহার করে হিমাংশ জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ করেন নেহা কক্কর।

বিশ্বের সব চিকিৎসকদের স্যালুট

‘বিশ্বের সব চিকিৎসকদের স্যালুট’


করোনার সময়ে সাহায্য করতে এগিয়ে এসেছেন বলিউড তারকারা। সম্প্রতি আলিয়া ভাট এমন এক প্রসঙ্গে সংবাদের শিরোনামে এলেন। চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের জন্য মাস্ক, পিপিই পাঠাতে শুরু করেছেন বলিউডের একাধিক অভিনেতা, সেই সময় একটু অন্য রাস্তায় হাঁটলেন আলিয়া ভাট। কঠিন সময়ে চিকিৎসা ও চিকিৎসা কর্মীদের এক টুকরো করে ভালবাসা পাঠালেন আলিয়া।

সমপ্রতি চিকিতসক শ্রীপদ গঙ্গাপুরকর নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন। যেখানে তিনি জানান, আলিয়া ভাট তাদের জন্য চকোলটেসহ বেশ কিছু মুখরোচক খাবার পাঠিয়েছেন।

আলিয়া বলেন, ‘আমি চেষ্টা করেছি আাামর পক্ষ থেকে যতটা করা যায়। বিশ্বের সব চিকিৎসকদের স্যালুট। তারা এই সময়ে কাছে থেকে যেই যুদ্ধ করছেন, তাদের দায়িত্ববান আচরণ না থাকলে আমাদের কী হত জানি না। সবার জন্য ভালোবাসা। আমরা সবাই এক হয়ে কাজ করবো।’

হুয়াওয়েকে আবার আটকেছে ট্রাম্প প্রশাসন

হুয়াওয়েকে আবার আটকেছে ট্রাম্প প্রশাসন


বৈশ্বিক চিপ নির্মাতারা যাতে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের কাছে চিপ বা সেমিকন্ডাক্টর সরবরাহ করতে না পারে সে ব্যবস্থা নিয়েছে ট্রাম্প প্রশাসন। চীন এর পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। এতে যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধ নিয়ে নতুন উত্তেজনা ছড়িয়েছে।


যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ জানিয়েছে, তারা হুয়াওয়ের কৌশলগত সেমিকন্ডাক্টর কোম্পানি অধিগ্রহণ ঠেকাতে নতুন একটি বাণিজ্য নীতি অনুমোদন দিচ্ছে। বৈশ্বিক চিপ নির্মাতা কোনো প্রতিষ্ঠান যাতে হুয়াওয়েকে চিপ সরবরাহ করতে না পারে, সে ব্যবস্থাও নিতে যাচ্ছে তারা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের নতুন করে নিয়ম পরিবর্তন হুয়াওয়ে ও তাইওয়ানের সেমিকন্ডাক্টর নির্মাতা টিএসএমসির জন্য বড় ধরনের ধাক্কা। টিএসএমসি হুয়াওয়ের জন্য চিপ তৈরি করে থাকে, যা মার্কিন কোম্পানি অ্যাপল ও কোয়ালকমের প্রতিদ্বন্দ্বী।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ বলেছে, তাদের ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণকে দুর্বল করার হুয়াওয়ের প্রচেষ্টা বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বৈশ্বিক প্রযুক্তিগত আধিপত্যের লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা হুয়াওয়ের ব্যাপক ব্যবহূত স্মার্টফোন ও টেলিকম সরঞ্জামের জন্য সেমিকন্ডাক্টর প্রয়োজন।
চীন গুপ্তচরবৃত্তির জন্য হুয়াওয়ের যন্ত্রপাতি ব্যবহার করতে পারে এমন অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র তার মিত্রদের ৫জি নেটওয়ার্ক থেকে হুয়াওয়ের গিয়ার বাদ দেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করছে। হুয়াওয়ে চরবৃত্তির সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ বলছে, গত বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের কালো তালিকায় অন্তর্ভুক্তির পরেও হুয়াওয়ে মার্কিন সফটওয়্যার ও প্রযুক্তি ব্যবহার করে তৈরি চিপ ব্যবহার করেই যাচ্ছে। নীতিমালা পরিবর্তনের ফলে যেসব বিদেশি কোম্পানি যারা মার্কিন চিপনির্মাণ প্রযুক্তি ব্যবহার করে, তারা হুয়াওয়েকে চিপ সরবরাহ করলে অনুমতি নিতে হবে।

হুয়াওয়ে যদি কোনো প্রযুক্তি ব্যবহার করতে চায় বা কোনো চিপ নকশা ব্যবহার করতে চায়, তবে তাদেরও অনুমতি নিতে হবে।

বাংলাদেশে বন্ধ হচ্ছে খাবার ডেলিভারি সেবা ‘উবার ইটস’

বাংলাদেশে বন্ধ হচ্ছে খাবার ডেলিভারি সেবা ‘উবার ইটস’


বাংলাদেশে খাবার ডেলিভারি সেবা ‘উবার ইটস’ বন্ধ হয়ে যাচ্ছে। চলতি বছরের জুন থেকে এর কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে গ্লোবাল রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার।

মঙ্গলবার উবার নিউজরুমে প্রকাশিত এক বার্তায় বলা হয়, ‘২ জুন থেকে বাংলাদেশে খাবার ডেলিভারি সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা এক বছর ধরে স্থানীয় রেস্টুরেন্টগুলো থেকে খাবার ডেলিভারি দিয়ে আসছিলাম।’
‘উবার ইটস’ কেন বন্ধ করা হচ্ছে সে বিষয়ে নোটিশে স্পষ্ট কিছু বলা হয়নি। তবে তাদের রাইড শেয়ারিং সার্ভিস চালু থাকবে বলে নোটিশে জানানো হয়।
২০১৬ সালে আন্তর্জাতিক রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার বাংলাদেশে প্রথম কার্যক্রম শুরু করে। ২০০৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে প্রতিষ্ঠিত হয় উবার।

বর্তমানে উবার সারা বিশ্বে প্রায় ৭৮৫ শহরে রাইড শেয়ারিং সেবা দিয়ে যাচ্ছে। এর মধ্যে বেশ কয়েকটিতে খাবার ডেলিভারি দিচ্ছে তারা।

অর্থসংকটে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান

অর্থসংকটে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিপাকে পড়েছে নিজ আয়ে চলা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এ ধরনের বেশির ভাগ স্কুলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। ফলে একধরনের মানবেতর জীবনযাপন করছেন এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

সংশ্লিষ্টরা বলেছেন, সরকারি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তেমন কোনো সমস্যায় না পড়লেও নিজস্ব আয়ে চলা বেসরকারি প্রতিষ্ঠানগুলো চরম অর্থ সংকটে পড়েছে। অনেক প্রতিষ্ঠানই তাদের ফান্ড থেকে মার্চ মাসের বেতন দিলেও এপ্রিল ও মে মাসের বেতন এবং ঈদের উত্সব ভাতা প্রদান নিয়ে মহাদুশ্চিন্তায় পড়েছে। প্রসঙ্গত, গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে মার্চ মাসের টিউশন ফি-ও নিতে পারেনি বেশির ভাগ স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়।
করোনার কারণে উভয় সংকটে এখন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ টিউশন ফি চাইলে সেটা অমানবিক হয়। আর বেশির ভাগ অভিভাবকও এই মুহূর্তে বেতন দিতে রাজি নন। তবে প্রতিষ্ঠানগুলো বেতন আদায় না করলে শিক্ষক-কর্মচারীদের বেতনও দিতে পারছে না। আবার শিক্ষকদের বেতন-বোনাস বাকি পড়লে সেটাও অমানবিকতার পর্যায়ে পড়ে। ফলে অনেক প্রতিষ্ঠানই মানবিক আবেদনের মাধ্যমে এসএমএস পাঠিয়ে বেতন চাচ্ছে।
রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় থেকে সব অভিভাবকের কাছে টিউশন ফি পরিশোধের নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করার জন্য বন্ধের মধ্যেও টিউশন ফি পরিশোধের অনুরোধ জানানো হয়েছে। আরো কিছু প্রতিষ্ঠান এভাবে নোটিশ পাঠিয়েছে অভিভাবকদের মোবাইলে।
রাজধানীর রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজেও বেতন-ভাতা বন্ধ হয়ে আছে। একাধিক শিক্ষক জানিয়েছেন, বেতন-ভাতা বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছি। তারা জানান, প্রতিষ্ঠানটি সরকারি ঘোষণা হয়েছে। কিন্তু এখনো এডহক নিয়োগ দেওয়া হয়নি। আগামী সেপ্টেম্বর পর্যন্ত যদি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে, তাহলে টাকার অভাবে অনেককেই ঢাকা ছাড়তে হবে। কলেজটির সভাপতি শিক্ষাসচিব। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মনিবুর রহমান জানান, তিনি শিক্ষক-কর্মচারীদের জন্য সরকারের কাছ থেকে থোক বরাদ্দ নেওয়ার বিষয়ে সচিবের সঙ্গে কথা বলবেন।
এদিকে সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ড থেকে এক আদেশে টিউশন ফি আদায়ে চাপ প্রয়োগ না করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ জানানো হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিলে বা স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে বকেয়াসহ মাসিক বেতন আদায়ের অনুরোধ জানানো হয় আদেশে। তবে গত শনিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পুরোটাই টিউশন ফি নির্ভর। আমি অভিভাবকদের অনুরোধ করব, তারা যেন টিউশন ফি এর ব্যাপারটা বিবেচনা করেন।
জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমস্যা নেই। তবে বর্তমানে অর্ধলাখ কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। শিক্ষকরাও সামান্য টাকা বেতন পান। কিন্তু মার্চ মাস থেকেই এসব স্কুলের শিক্ষকদের বেতন বন্ধ রয়েছে। এছাড়া ৩০ হাজারের মতো স্কুল-কলেজ সরকারি ও এমপিওভুক্ত। তারা সবাই সরকার থেকে বেতন পান। কিন্তু ৬ হাজার মাধ্যমিক বিদ্যালয় ও ৩ হাজার কলেজ সম্পূর্ণ নিজস্ব আয়ে চলে। তারা চরম আর্থিক সংকটে রয়েছেন। দেশের দেড় শতাধিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১০৫টিই বেসরকারি। বড়ো পাঁচ-সাতটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বড়ো অংকের ফান্ড রয়েছে। কয়েকমাস বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও তাদের চলতে সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু বাকিগুলো মাসে মাসে আদায়কৃত টিউশন ফি দিয়েই চলে। কিন্তু মার্চ মাস থেকে টিউশন ফি আদায় বন্ধ থাকায় তারাও বেশ সমস্যায় রয়েছেন। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের এক সদস্য জানান, এভাবে চলতে থাকলে শুধু বেতন-ভাতা বন্ধ কেন বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য যে বাড়ি ভাড়া নিয়েছিলাম তা-ও ছাড়তে হবে।

অন্যদিকে ঈদের পর স্কুল-কলেজ খুলে দেওয়া হবে এমন একটি গুজব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, ‘৩০ মের পর যদি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যাওয়ার কথা কেউ প্রচার করে, তাহলে তা পুরোটাই গুজব। কারণ এ ধরনের কোনো সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় নেয়নি।

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ মে

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ মে

আগামী ৩১ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৩১ মে সকাল ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ও পরিসংখ্যান প্রকাশ করবেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেরিত এক পত্রের মাধ্যমে ফল প্রকাশের তারিখ ও সময় নিশ্চিত করা হয়েছে।
করোনা ভাইরাসের কারণে থমকে গেছে গোটা পৃথিবী। বিশেষ করে শিক্ষাঙ্গন যেন মুখ থুবড়ে পড়েছে। এমন পরিস্থিতিতে অনিশ্চয়তার মুখে পড়ে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ। ঈদের আগেই এসএসসির ফল দেয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করলেও তা আর হচ্ছে না।
এবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশে প্রতিবারের মতো থাকবে না তেমন আনুষ্ঠানিকতা। করোনার জন্য মোবাইলের এসএমএস বা অনলাইনের মাধ্যমে খুব সহজে পাওয়া যাবে ফলাফল। সোমবার থেকে প্রাক নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। যারা এই প্রাক নিবন্ধন করবে, তারা প্রথম দিকে ফল পাবে। তবে আগের মতো নির্ধারিত পদ্ধতিতেও খুদে বার্তায় ফল জানা যাবে।
নতুন ব্যবস্থায় প্রাক নিবন্ধন করা থাকলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর মোবাইলে ফল জানিয়ে দেওয়া হবে। প্রাক নিবন্ধনের জন্য যেকোনো মোবাইল অপারেটরের নম্বর থেকে SSC Board Name (প্রথম তিন অক্ষর) Roll Year লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রতি এসএমএসের জন্য দুই টাকা চার্জ নেওয়া হবে।

গত ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তাতে মোট পরীক্ষার্থী ছিল প্রায় সাড়ে ২০ লাখ।

আরো এক বছর চেলসিতে থাকছেন ক্যাবালেরো

আরো এক বছর চেলসিতে থাকছেন ক্যাবালেরো



প্রিমিয়ার লিগ জায়ান্ট চেলসির সঙ্গে আরো এক বছরের জন্য চুক্তি বৃদ্ধি করেছেন আর্জেন্টাইন গোলরক্ষক উইলি ক্যাবালোরো। চলমান চুক্তি শেষ হবার পর আরো এক বছর বাড়ানোর শর্ত থেকেই ক্যাবালেরো এই সিদ্ধান্ত নিয়েছেন।

চেলসির ওয়েবসাইটে এ সম্পর্কে ক্যাবালেরো বলেছেন, ‘চুক্তি বৃদ্ধির এই ঘোষণা দিতে পেরে আমি দারুণ খুশি। চেলসির একজন সদস্য হতে পারাটা সত্যিই সৌভাগ্যের। প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্যতম সেরা একটি দলের সঙ্গে থাকতে পেরে আমি আনন্দিত। এই মুহূর্তে সকলেই কঠিন সময় পার করছে। এই সময়ে এই সুযোগটা পেয়ে আমি সৌভাগ্যবান।’
এবারের মৌসুমে ক্যাবালেরো ফ্র্যাংক ল্যাম্পার্ডের দলের হয়ে ৯টি ম্যাচ খেলেছেন। ফেব্রুয়ারির শেষে বোর্নমাউথের সঙ্গে ক্যাবালেরো তার শেষ ম্যাচ খেলেছেন, ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। ৩৮ বছর বয়সী এই গোলরক্ষক ২০১৭ সালে ম্যানচেস্টার সিটি থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন। কেপা আরিজাবালাগার ব্যাক-আপ হিসেবে তিনি মৌসুম শুরু করেছিলেন। বেশ কয়েকটি ম্যাচে মারাত্মক কয়েকটি ভুলের খেসারত দিতে গিয়ে কেপা দল থেকে ছিটকে পড়লে পরপর পাঁচটি ম্যাচে ক্যাবালেরো মূল দলে সুযোগ পেয়েছিলেন।

ল্যাম্পার্ড বলেছেন, ‘উইলির ওপর আমরা পূর্ণ আস্থা আছে। খুবই পেশাদার একজন খেলোয়াড়। অনুশীলনেও সে দুর্দান্ত পারফর্ম করে থাকে। চলতি বছরের শুরুতে ক্যাবালেরো চেলসির হয়ে মাঠে নেমেই অসাধারণ পারফর্মেন্স দেখিয়েছে। আগামী মৌসুমে তাকে দলে পেয়ে আমি সত্যিই আনন্দিত।’

টেন্ডুলকারের এক জায়গায় দাঁড়িয়ে সুবিধা আর আমার নড়াচড়ায়: কোহলি

টেন্ডুলকারের এক জায়গায় দাঁড়িয়ে সুবিধা আর আমার নড়াচড়ায়: কোহলি


ক্যারিয়ারের শুরুতে এক স্টাইলে ব্যাটিং করতেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। পপিং ক্রিজে এক জায়গায় দাঁড়িয়ে খেলতেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটিং স্টাইল পরিবর্তন করেছেন। ব্যাটিং করার সময়ে পা’য়ের নড়াচড়া বেশি করেন তিনি। স্টাইল পরিবর্তন করে বড় ধরনের সুবিধাও পেয়েছেন কিং কোহলি। ব্যাট হাতে রানের ফুলঝুরি ফোটাচ্ছেন এই ডান-হাতি ব্যাটসম্যান। রান তাড়া করায় বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের তকমাটা ইতোমধ্যে পেয়ে গেছেন কোহলি।

সম্প্রতি রাতে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের লাইভ শো’তে নিজের ব্যাটিং স্টাইল পরিবর্তনের কারণ জানান কোহলি। অবশ্য প্রসঙ্গটা তামিম নিজেই তুলেন। তামিম বলেন, ‘আমি যখন প্রথম আপনার খেলা দেখি, তখন দেখেছি আপনি এক জায়গায় দাঁড়িয়ে খেলতেন। কিন্তু এখন আপনি সামনে-পেছনে গিয়ে খেলেন। পা’য়ের অনেক মুভমেন্ট করেন। আমি এক জায়গায় দাঁড়িয়ে খেলি। আমার সঙ্গে অনেক কোচ কথা বলেছে, আর পরামর্শ দিয়েছে পা’য়ের মুভমেন্ট করে সামনে-পেছনে গিয়ে খেলার চেষ্টা করার। তবে আমি সেভাবে খেলতে গেলে অস্বস্তি বোধ করি। আমার প্রশ্ন হচ্ছে আপনি কেন নিজের খেলার ধরনটা পরিবর্তন করলেন?
কোহলি বলেন, ‘আমার মনে হলো, আমাকে মাঠের সব জায়গায় খেলতে হবে। এভাবে এক জায়গায় দাঁড়িয়ে খেললে আমার খেলার শটস অনেক কমে যাবে। আমি পুরো মাঠকে ব্যবহার করতে পারবো না। তাই আমার মনে হয়েছে, আমার হিপ বেস্ট যদি ভালো পজিশনে থাকে, তাহলে আমি আমার পা যেকোনো সময় আগে বা পেছনে নিয়ে খেলতে পারবো। পরবর্তীতে আমি পা’য়ের মুভমেন্ট করে স্বাচ্ছন্দ্যবোধ করি। এ কারণে আমি মাঠের সব জায়গায় খেলতে পারছি।’
এরপর তামিম বলেন, ‘শচীন টেন্ডুলকার পুরো ক্যারিয়ারে এক জায়গায় দাঁড়িয়ে খেলেছেন।’

সঙ্গে সঙ্গে কোহলি বলেন, ‘এটা এমন নয়, সবাইকে সামনে-পেছনে গিয়ে খেলতে হবে। যে যেভাবে ভালো অনুভব করে। অনেকে দাঁড়িয়ে খেললেও সমস্যার অনুভব করেনি। যেমন টেন্ডুলকার এক জায়গায় দাঁড়িয়ে খেলেছেন সারাজীবন। তার খেলার ধরনের কোনো সমস্যা হয়নি। অনায়াসে রান তুলেছেন। তবে আমার নিজের জন্য মনে হয়েছে, আমার খেলার ধরনের সঙ্গে পায়ের নড়াচড়ার বিষয়টি আমার ভালো কাজে দিয়েছে।’

কোয়ারেন্টাইনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

কোয়ারেন্টাইনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী


আগামী ১৪ দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। চলতি সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রীর দফতরের বৈঠকে এক কর্মকর্তার করোনা পজিটিভ হয়। এরপর তিনি কোয়ারেন্টাইনে চলে যান।

এছাড়া ঐ বৈঠকের সবাইকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে মুহিউদ্দিন ইয়াসিনের করোনা পরীক্ষা করা হয়েছে। যদিও তার নেগেটিভ রিপোর্ট এসেছে, তিনি কোয়ারেন্টাইনে আছেন। গতকাল শুক্রবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অফিস এক বিবৃতিতে এসব তথ্য জানায়।

দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১৩৭ জন। মারা গেছে ১১৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৮৫৯ জন।

ভারতে ফের একদিনে করোনায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

ভারতে ফের একদিনে করোনায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

করোনা ভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৬ হাজার ৬৫৪ জন আক্রান্ত হয়েছেন। দেশটিতে এটি একদিনে করোনায় আক্রান্ত হওয়ার সর্বোচ্চ সংখ্যা। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৭ জন। এ নিয়ে ভারতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩ হাজার ৭২০ জন। এছাড়া এ পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ১০১ জন।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, গত চারদিনেই দেশটিতে ২৫ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এছাড়া এ পর্যন্ত করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫১,৭৮৪ জন।

আন্তর্জাতিক ক্ষেত্রে করোনা ভাইরাস আক্রান্ত দেশগুলির তালিকায় ১৩তম স্থানে রয়েছে ভারত। এনডিটিভি।

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত হবে

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত হবে


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবার পর্যায়ক্রমে ঈদের নামাজের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে এবার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত হবে না।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এ জামাতের ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন মুয়াজ্জিন হাফেজ কারী কাজী মাসুদুর রহমান।
দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এ জামাতের ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী। তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এই জামাতের ইমামতি করবেন পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক।
সকাল ১০টায় অনুষ্ঠিত হবে চতুর্থ জামাত। এ জামাতে ইমামতি করবেন পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম। পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০ টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এ জামাতের ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ুর রহমান খান।

এই ৫টি জামাতে কোনও ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ।বাসস

ঢাকা ফেরতরা এবার গ্রামের আতঙ্ক

ঢাকাফেরতরা এবার গ্রামের আতঙ্ক
ঢাকা মাওয়া ফেরিঘাটের চিত্র।


চিরচেনা গ্রাম আজ অচেনা। দীর্ঘদিনের পরিচিত মানুষ, পাড়া-পড়শি, আত্মীয়স্বজন, বন্ধুদের কাছে হঠাৎ অপরিচিত। সব বন্ধন ছিন্ন করে এক আতঙ্কিত মানুষের তকমা শরীরে লেগেছে। মহামারি করোনা ভাইরাসের কারণে ঈদে ঢাকাফেরতদের আতঙ্ক মনে করছেন গ্রামবাসী। তারা বলছেন, করোনা আক্রান্তদের বড়ো একটি অংশ ঢাকা এবং ঢাকার আশপাশের বাসিন্দা। সেখান থেকে কারো গ্রামে আসা মানেই আতঙ্ক। কেননা এখনো পর্যন্ত বেশির ভাগ গ্রাম করোনা মুক্ত। তাছাড়া ঢাকা থেকে কেউ ঈদ করতে গ্রামে আসলেও হোম কোয়ারেন্টাইন মানছেন না। এতে করোনা সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে।

রাজধানী ঢাকা এবং তার আশপাশ এলাকায় যখন করোনা ভাইরাস সংক্রমিত হচ্ছে, তখন ঐসব এলাকায় কর্মরত লোকজন করোনার ভয়ে পালিয়ে মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স, ট্রাক, মিনিট্রাক বা হেঁটেও আসছে গ্রামে। আর এতে আতঙ্কে গ্রামবাসী। এমন চিত্র এখন দেশের প্রতিটি এলাকায়। ঢাকাফেরতরা অযাচিত ঘোরাঘুরি করার জন্য মারধরের শিকারও হচ্ছে। সম্প্রতি ঈদের ছুটিতে সাতক্ষীরার কলারোয়ায় ঢাকাফেরত এক দম্পতি গ্রামে ফেরেন। গ্রামবাসীর হোম কোয়ারেন্টাইনের অনুরোধ উপেক্ষা করে তারা বাইরে বের হন। এমতাবস্থায় গ্রামবাসী উত্তেজিত হয়ে ঐ দম্পতিকে মারধর করেন। সম্প্রতি ঢাকা থেকে আসা চার ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখতে নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউপির অন্দি ও সাইপাড়া গ্রামের বাড়িতে লাল পতাকা টাঙিয়ে সতর্ক করে দিয়েছেন আড়বাব ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা।
ঢাকাফেরতদের আতঙ্কিত মনে করার কারণ হিসেবে গ্রামবাসী বলছেন, ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন অফিস, মিল-কারখানায় চাকরিতে কর্মরতদের অনেকেই এ সপ্তাহে গ্রামের বাড়িতে এসেছেন। তাদের কেউ কেউ জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত। তাদের কারণে বিভিন্ন উপজেলা করোনা সংক্রমণের তালিকাভুক্ত হয়েছে। ঢাকাফেরতরা গ্রামে ফিরেই দেদারসে চলাফেরা করছেন। বিশেষ করে গ্রামের চায়ের দোকানগুলো খোলা থাকায় আসর জমে উঠে রীতিমতো।
করোনা ভাইরাসে জেলাভিত্তিক আক্রান্তের তালিকায় টাঙ্গাইল প্রথম দিকে। যারা আক্রান্ত হয়েছেন তারা প্রায় সবাই ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে সংক্রমিত হয়ে এসেছেন। ফলে এই তিন জেলাফেরতরা বর্তমানে টাঙ্গাইলবাসীর কাছে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছেন। এই পরিস্থিতি দেশের বিভিন্ন জেলার। অনেক জেলায় ঢাকাফেরত কারোর সন্ধান পাওয়া গেলে স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসনকে খবর দেওয়া হচ্ছে। প্রশাসন এসে বাড়ি লকডাউন করে দিচ্ছে।
গত রবিবার সকালে ঢাকা থেকে সাতক্ষীরার কলারোয়ার চিড়াঘাটে ফেরেন ঢাকার মোহাম্মদপুরের স্কুল শিক্ষিকা মোহসীনা হোসেন। বাড়িতে আসার পর কেউই তাকে সহজে গ্রহণ করতে পারেননি। সবার শঙ্কা মোহসীনা করোনা আক্রান্ত হতে পারেন। তিনি টেলিফোনে ইত্তেফাককে বলেন, বন্দিজীবন থেকে কিছুটা স্বস্তির আশায় গ্রামে এসেছিলাম। গ্রামবাসীর আপত্তির মুখে বর্তমানে গ্রামেও গৃহবন্দি হয়ে পড়েছি। এখন টানা ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকা লাগবে।

একই অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ব্যবসায়ী সৈয়দ সাইফুজ্জামানের। ঢাকা থেকে সাতক্ষীরার কলারোয়ার গ্রামের বাড়িতে সস্ত্রীক ফেরেন তিনি। গ্রামে আসার পর ভিন্ন চিত্র দেখতে পান সাইফুজ্জামান। পরিচিত মানুষগুলো কথাও বলছে না। দূর থেকে পরামর্শ দিচ্ছেন বাসার ভিতরে অবস্থানের জন্য। এ বিষয়ে সাইফুজ্জামান জানান, ঢাকায় টানা ১৪ দিন স্বামী-স্ত্রী হোম কোয়ারেন্টাইন করার পর গ্রামে এসেছেন ঈদ করার জন্য। কিন্তু গ্রামবাসীর অস্বাভাবিক আচরণে নিজেই বিব্রত। বাধ্য হয়ে বাসার ভিতরেই অবস্থান করছেন।

রাজধানীতে কলেজছাত্রীর আত্মহত্যা

  রাজধানীর উত্তর বাড্ডায় পায়েল আজাদ (১৭) নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে দুর্ঘটনা...