বলিউডের অন্যতম
ব্লকবাস্টার মুভি সিক্যুয়াল মুন্না ভাই থ্রি আসার কথা ছিল এবছরই। তবে বর্তমান
পরিস্থিতি কারণে লাখো ভক্তের কাঙ্খিত এই সিনেমা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
কয়েকবছর বছর ধরে অধীর আগ্রহে মুন্না ভাই সিক্যুয়াল থ্রির জন্য অপেক্ষা
করছিলেন ভক্তরা।
![]() |
| মুন্না ভাই সিনেমার একটি দৃশ্য |
মুক্তি পাচ্ছে না মুন্না ভাই থ্রি?
মুন্না ভাই
ফ্র্যাঞ্চাইজির অন্যতম অভিনেতা আরশাদ ওয়ারসি বলছেন, আমি জানি দর্শক সিনেমার আরেকটি
কিস্তি দেখতে আগ্রহি। সিনেমায় আমার চরিত্র ছিল অদ্ভূত এবং আকর্ষণীয়। আমরা সবাই
একসাথে কাজ করতে চাই তবুও এই সিনেমার কাজ দ্রুত শেষ হবে বলে মনে হয় না।
মুন্না ভাই
সিরিজে পর্দায় মুন্না ভাইয়ের চরিত্রে অভিনয় করেন সঞ্জয় দত্ত। তার সহকারী সার্কিট
চরিত্রে আরশাদ ওয়ারসিকে দেখা গেছে। আগের দুই পর্বের মতো ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম
এই অভিনেতা নতুন পর্বেও থাকার কথা জানিয়েছিলেন।
সঞ্জয় দত্ত
অভিনীত ছবি মুন্না ভাই এমবিবিএস মুক্তি পেয়েছিলো ২০০৩ সালে। এরপরে ছবিটিরি দ্বিতীয়
কিস্তি মুক্তি পেলেও বহুদিন পর্দার ডাক্তার সঞ্জয়কে আর দেখা যায়নি।
